মানুষ চেনাই পৃথিবীতে সবথেকে কঠিন কাজ

যদি আপনাদের প্রশ্ন করা হয় পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি?
হয়তো আপনারা অনেকে বিভিন্ন উত্তর দিবেন।তবে আমি বলবো মানুষ চেনা।
হয়তো আমার সাথে অনেকে একমত হবেন তবে হ্যা মানুষ চেনাই পৃথিবীতে সবথেকে কঠিন কাজ।আপনি আমাকে কতটুকু চেনেন?
আমি আপনাকে যতটুকু চিনতে বা বুঝতে দিয়েছি ঠিক ততোটুকুই এর বেশি না
কিন্তু আমার মনের মধ্যে কি সেটা আপনি কখনো বুঝতে পারবেন না।তাই আমাদের জীবনে কিছু ভুল মানুষের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক হতেই পারে এটা অসম্ভব কিছু না।
আমাদের উচিত সকল কিছুর সাথে মিলিয়ে নেওয়া জানি এটা কষ্টের তবুও জীবনে ভালো থাকতে এই পদ্ধতি ছাড়া অন্য কোন পথ নাই
বিশ্বাস করেন বিকল্প কোন পথ নাই।