আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড সাধারন সদস্যপদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রফিকুল ইসলাম পেলেন টিউবওয়েল মার্কা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে – সাধারণ ও মহিলা সংরক্ষিত আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন, জেলা রিটার্নিং ও জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

এ সময় জেলা সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান, নির্বাচন কর্মকর্তা মোছাঃ নুরজাহান খাতুন সহ জেলাও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জেলা পরিষদের বর্তমান প্রশাসনিক কর্মকর্তাসহ আগত প্রার্থীগণ।

এ জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ চৌহালীরকৃতিসন্তান মোঃ রফিকুল ইসলাম খান তার নির্বাচনী মার্কা টিউবওয়েল পেয়েছেন।

তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। টিউবওয়েল প্রতীক মার্কা নিয়ে জয়ী হয়ে জেলা পরিষদের উন্নয়ন করতে পারি। এজন্য সকল ভোটারদের কে তিনি টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

জানা যায় যে, আগামী ১৭ অক্টোবর-২০২২ তারিখ সোমবার সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত ইলেকট্রনিক মেশিন (EVM) ভোট গ্রহণ হবে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত একক প্রার্থী সাবেক চেয়ারম্যান সাবেক প্রানিসম্পদমন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।