ময়মনসিংহ ই-কমার্স কার্টের আয়োজনে ম্যাক শুভ নীল মেলা-২০২২ অনুষ্ঠিত

শুভ বসাক, ময়মনসিংহ: ময়মনসিংহ ই-কমার্স কার্টের আয়োজনে ম্যাক শুভ নীল মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে দিনব্যাপী অসংখ্য ক্রেতা /দর্শনার্থীদের ভিড় দেখা যায় মেলায়। ক্রেতা – দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে উক্ত মেলায়। বেচাকেনা ভালো হওয়ার খুশি বিক্রেতারা।
ময়মনসিংহ ই-কমার্স কার্ট (MEC) এর প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনার সভাপতিত্বে ম্যাক শুভ নীল মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু।
এ সময় মেলার প্রতিটি স্টল পরিশর্দন করেন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে ভবিষ্যতে এ মেলার ধারাবাহিকতা ধরে রাখার কথা জানিয়েছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
তিনি আরো বলেন, ই-কমার্স বাংলাদেশের মানুষের মধ্যে প্রেরণা জুগিয়েছে। দেশি পণ্যের ই-কমার্সে নারী উদ্যোক্তাদের আগ্রহ ও তাদের সাফল্য লক্ষ্য করেছি। উদ্যোক্তারা নিজের অবস্থান মেলে ধরার পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। ময়মনসিংহের ই-কমার্সের প্রসারে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।