শুভ বসাক, ময়মনসিংহ: বুধবার ২১ সেপ্টেম্বর দুপুরে মহানগরের চরপাড়া পুরোহিত পাড়া ‘হোটেল সালতানাতে’ অনুষ্ঠিত হয়েছে জেলা আওয়ামীলীগের বর্ধিতসভা । এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকট জহিরুল হক খোকা।

বর্ধিতসভাটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জেলা পরিষদ মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান কে নির্বাচনে বিজয়ী করার প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অধ্যাপক ইউসুফ খান সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ প্রশাসন হিসাবে দায়িত্ব পালন করছেন।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ফরিদ আহমেদ, এডভোকেট জালাল উদ্দীন, মমতাজ উদ্দিন মন্তা, অধ্যাপক ইউসুফ খান পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ ,শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বক্কর সিদ্দিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ চৌধুরী মিরন,সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাশার ভাসানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রফিক,জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার উল আবেদীন খান তুহিন, এডভোকেট এমদাদুল হক সেলিম,হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও মসিক মেয়র ইকরামুল হক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর মোর্শেদ রাজু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক।

এছাড়াও ঈশ্বরগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার , ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান আনিস, ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।