শামীম তালুকদার, ব্যুরো চীফ ময়মনসিংহঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক কেন্দুয়া-আটপাড়া আসনের এমপি অসীম কুমার উকিল বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সরকার কৃষি ব্যবস্থাকে ত্বরান্বিত ও বেগবান করার লক্ষ্যে উন্নত মানের বীজ ও সার বিনামূল্যে তৃণমূল কৃষকদের দেওয়া হচ্ছে। যতদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ততদিন নিরাপদ থাকবে বাংলাদেশের কৃষকরা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কৃষির উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সোমবার (৩ অক্টোবর) কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।

অনুষ্ঠানের সমন্বয়ক কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এ কে এম শাহজাহান কবীর সার্বিক বিষয়ের চিত্র তুলে ধরে বলেন, আমরা সরকারের দেওয়া প্রাপ্যতা অনুসারে কেন্দুয়া পৌরসভা ও কান্দিউড়া, মাসকা,
সান্দিকোনা, বলাইশিমুল ইউনিয়নের মোট ৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছি। প্রতি কৃষককে ৫ কেজি মাসকালাইয়ের বীজ, ৫ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওপাড়া উচ্চ বিদ্যলয়ের সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজু, প্রচার সম্পাদক দীপক ব্যার্নাজি, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিনামূল্যে সার ও বীজ পাওয়া কৃষকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।