যশোরে স্বর্ণ চোরাচালানের দায়ে দুইজনের যাবজ্জীবন

শেখ মাহেদুল হাসান,যশোর সদর প্রতিনিধি,যশোরে স্বর্ণ চোরাচালানের দায়ে দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) যশোর সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি এম ইদ্রিস আলী।
স্বর্ণ চোরাচালান মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের আব্দুল গণি মিজির ছেলে হোসেন মিজি ও একই জেলার বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে আক্তার হোসেন মন্ডল।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে হোসেন মিজি ও আক্তারকে আটক করে ৪৯ বিজিবির একটি টহল দল। পরে তাদের পায়ের স্যান্ডেলে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার উদ্ধার হয়। যার ওজন ছিল চার কেজি ৫৪০ গ্রাম। এ ঘটনায় যশোর বিজিবি ব্যাটালিয়নের নায়েক সোহাগ হোসেন কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার এসআই আবু হেনা মিলন ২০২১ সালের ২১ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন। আজ বৃহস্পতিবার ওই দুই আাসমির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করে আদালত। আটকের পর থেকেই আসামিরা যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।