রামগড়ে আঁতশবাজি এবং মদ সহ আটক-২

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি’র বিভিন্ন বিওপির টহল দলের অভিযানে আঁতশবাজি ও ভারতীয় মদ সহ দুই জনকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত শনিবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৮টার সময় রামগড় ব্যাটালিয়নের কাশিবাড়ী বিওপির একটি টহল দল কতৃক কাশিবাড়ীর মন্দির ঘাট হতে মালিক বিহীন ভারতীয় মদ আটক করা হয়, যার সিজার মূল্য ৩০ হাজার টাকা। আটককৃত মদ রামগড় থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধ্বংস করা জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এদিকে, রবিবার ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় দিকে রামগড় ব্যাটালিয়নের কয়লামূখ চেক পোষ্ট হতে ভারতীয় বিভিন্ন রকম আঁতশবাজি সহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজারের বাসিন্দা নিকুঞ্জ দাশের ছেলে শ্রী রাজিব দাশ (৪০) এবং চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার আজমপুর এলাকার বাসিন্দা কানু চন্দ্র দাশের ছেলে টিপল চন্দ্র দাশ (২৫)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আঁতশবাজি আটক করা হয়। যার সিজার মূল্য ৯৩ হাজার ৫শত টাকা।
পরে আঁতশবাজি সহ আসামিদের জোরারগঞ্জ থানায় সৌপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।