মো: শাহাদাত হোসেনঃ রামগড়ে ২৭শে সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় রামগড় উপজেলা সম্মেলন কেন্দ্রে রামগড় উপজেলা প্রশাসনের আযোজনে ধর্মিয় প্রধান ও এলাকার গন্যমান্যদের নিয়েএক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকারইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কার্বারি, রামগড় ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজি নূরুল আলম আলমগির, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মো: শাহ আলম মজুমদার, রামগড় উপজেলা আওয়াীলীগ সভাপতি মো: মোস্তফা হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় থানার অফিসার ইনর্চাজ মো: মিজানুর রহমান।

এছাড়া রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা রাসেদ চৌধুরির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, রামগড় বজার মসজিদের প্রেস ইমাম মো: আব্দুল হক, রামগড় কোট মসজিদ ইমাম আত্তার হোসেন জিহাদি, শিক্ষাবিদ রমেশ্বর শীল, ভিক্ষু মহামনি বৌদ্ধ বিহার, মৃদুল কান্তি পুরোহিত শ্রি শ্রি দক্ষিনেশরী কালি বাড়ি, পাষ্টর ফিলিপস্ হাওলাদার সভাপতি রামগড় ব্যাপটিস চার্জ।

আরো উপস্হিত ছিলেন জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যাক্তি বর্গ, সাংবাদিক প্রমূখ।