মোছাঃ রাহিমা আক্তার মুক্তাঃ মোঃঃ রিফাত (১৮) যিনি প্রায় দুই বছর ধরে কিডনি সমস্যা জনিত সমস্যায় ভুগছে। তার দুইটি কিডনি নষ্ট। বর্তমানে রিফাত চট্রগ্রাম হসপিটালে ডায়ালাইসিস করে বেঁচে থাকার লড়াই করছে। প্রতি সপ্তাহে ২ বার করে ডায়ালাইসিস করতে হচ্ছে রিফাতকে। গত ২ বছর ধরে ধরে রিফাতের পরিবার ও তার আত্মীয়স্বজনরা তার চিকিৎসার জন্য তাদের সর্বোচ্চটুকু দিয়ে গেছেন। চিকিৎসার খরচ তাদের সাধ্যের বাহিরে চলে গেলে রাজারকুলের বিভিন্ন স্বেচ্ছাসেবী ভাইয়েরা তাদের পাশে দাড়িয়েছে।

তারা ব্যাক্তিগতভাবে, সাংগঠনিকভাবে বা বিভিন্ন মানবিক ব্যাক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তার ডায়ালাইসিস খরচ টেনে নিয়ে যাচ্ছে গত দুইমাস ধরে। তার পরিবারের সদস্য এবং স্বেচ্চাসেবীদের নিয়ে গঠন করেছে রিফাত হেল্থ স্কোয়াড নামের একটি স্কোয়াড।

স্কোয়াডের মানবিক ভাইয়েরা রামুর বিভিন্ন সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিদের সহযোগিতা চেয়েছেন। বিত্তবানরা এগিয়ে আসলর তার একটি কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে।

কক্সবাজার জেলা রামু থানার রাজারকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দিনমজুর মো বাবুলুর ছেলে রিফাত(১৮) যার দুইটি কিডনি ড্যামেজ হলে বর্তমানে চট্রগ্রাম হসপিটালের পর্যবেক্ষনে ডায়ালাইসিস চলছে। গত দুইবছর ধরে তার পরিবার ও আত্মীয়স্বজনরা তার চিকিৎসার জন্য সর্বোচ্চটুকু দিয়ে গেছেন তাকে বাঁচাতে।

এলাকাবাসীর সহযোগিতায় ডায়ালাইসিস হয় ১/২ মাস। তার চিকিৎসার অবনতি হলে রাজারকুলের বিভিন্ন স্বেচ্ছাসেবীরা তার পাশে দাঁড়িয়েছেন। তার পরিবারের সদস্য এবং স্বেচ্ছাসেবী নিয়ে গঠন করেছেন রিফাত হেল্থ স্কোয়াড নামের একটি স্কোয়াড। গত ২ মাস ধরে স্কোয়াডের সদস্যরা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে তার ডায়ালাইসিস করে যাচ্ছে এবং তার জন্য একটি কিডনি ডোনার খোজছে বিভিন্ন ডোনার ও কিডনি সংস্থার কাছ থেকে।

অসুস্থ রিফাতের মা-বাবা এবং রিফাত হেল্থ স্কোয়াডের সদস্যরা রামু উপজেলার বিভিন্ন সমাজসেবক এবং রাজনেতিক ব্যাক্তিদের কাছ থেকে তার চিকিৎসার জন্য অার্থিক সহযোগিতা চেয়েছেন। বিত্তবানরা একটু মানবিক দিক বিবেচনা করে এগিয়ে আল্লাহর রহমতে রিফাতের একটি কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হবে।