নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো রাঙামাটিতে বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ ফুটবল বিজয়ী বাংলাদেশ দলের গোলকিপার রাঙ্গামাটির অসাধারণ নৈপুণ্যের কারণে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।

রাঙ্গমাটির প্রত্যন্ত গ্রামে এক জীর্ণ কুটিরে বেড়ে ওঠা মেয়েটি আজ দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক। চ্যাম্পিয়ন হওয়ার পর ভাইরাল হয়েছে তার সেই ভাঙ্গা ঘরের ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর এড়ায়নি তার ভাঙ্গা ঘরের ছবি। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন রুপনা চাকমাকে ঘর করে দিবেন। রুপনা চাকমা, বাংলাদেশ জাতীয় নারী দলের গোলরক্ষক। উচ্চতা মাত্র ৫ ফুট। কিন্তু এই উচ্চাতা দিয়েই দুর্দান্তভাবে গোল পোস্ট সামলে যাচ্ছেন রুপনা।

নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। শ্রেষ্ঠত্ব প্রমাণের সফরে বাংলাদেশ ছিল অদম্য, অকুতোভয়। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা প্রতিপক্ষের জালে গোলবন্যা বইয়ে দিলেও বাংলাদেশের জাল ছিল সুরক্ষিত। এটা সম্ভব হয়েছে দারুণ রক্ষণভাগের পাশাপাশি গোলবারের নিচে একজন অতন্দ্র প্রহরী থাকায়।

সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের জালে দিয়েছে ২৩ গোল। কিন্তু হজম করেছে মাত্র এক গোল।