রূপসায় স্বামীর সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা প্রতিনিধিঃ
খুলনা জেলা রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর এলাকায় লিলি বেগম নামে এক গৃহবধূ স্বামীর সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে রূপসা উপজেলা প্রেসক্লাবে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আ:কাদের তিন ছেলে রেখে মারা যায়। তারা হলেন রফিক, ওহাব ও জব্বার।
গৃহবধুর স্বামী জাবের মুন্সী হলেন জব্বার মূন্সী এর ছেলে।
নিকলাপুর মৌজায় ১৫৩ খতিয়ানে ১১৭ দাগে ১৫শতক জমির মালিক তারা থাকে ওয়ারেশ সূত্রে।
ওহাব তার অংশ টুকু এক ই এলাকার নজরুল ইসলামের নিকট বিক্রয় করেন।
বাকি রফিক ও জব্বার এর অংশ বিক্রয় করেন নাই।
অথচ একই সম্পত্তি হওয়ায় ক্রয়কৃত ৫শতকসহ মোট তিনজনের ১৫শতক জমি দখল করে রেখেছেন নজরুল ইসলাম।
একাধিক বার জমি ছেড়ে দিতে বললেও তিনি কোন কর্ণপাত করেন না এমনকি ক্রয় করেছেন তার সঠিক কাগজপত্র দেখাতে পারেন নাই।
এই অসহায় গৃহবধূ তার স্বামীর সম্পত্তি ফিরে পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।
এঘটনায় তিনি রূপসা থানায় অভিযোগ দায়ের করেছেন।