আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি।সঠিক তথ্য দিয়ে ভোটার হোন-নির্ভুল এনআইডির মালিক হোন”। এই শ্লোগান সঙ্গে নিয়ে রূপসা উপজেলায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ ছবিযুক্ত নিবন্ধন কার্যক্রম-২০২২।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোল্যা নাসির আহম্মেদ বলেন, রূপসা উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে তৃতীয় ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গত ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর অর্থাৎ ১০ দিন পর্যন্ত হালনাগাদ ছবিযুক্ত ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে। এখানে যারা পূর্বের দক্ষ কম্পিউটার অপারেটর, বাছাইকৃত নির্ভুল ডাটা এন্টিতে অভিজ্ঞ, এমন অপারেটর দ্বারা কাজটি সম্পন্ন করা হচ্ছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে অর্থাৎ ১৫ বছর প্রাপ্ত এবং যারা ভোটার হওয়ার যোগ্য সত্ত্বেও বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে।

৩নং নৈহাটি ইউনিয়নে ব্যাপক ভোটার হওয়ার তথ্য ফরম পূরণের মধ্য থেকে প্রথমদিন আনুমানিক ৪০০ জন ছবিযুক্ত ভোটার নিবন্ধন করার জন্য টার্গেট দেওয়া হয় অপারেটরদের। কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। পর্যাক্রমে রূপসার সবগুলি ইউনিয়নের নতুন ভোটার করা হবে।

ছবিযুক্ত নিবন্ধনের সময়ে ৩নং নৈহাটি ইউনিয়ন চেয়ারম্যান মো কামাল হোসেন বুলবুল তাঁর পরিষদের কেন্দ্রটির কার্যক্রম পরিদর্শন করেন।