নাজিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃর‌্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুড়িগ্রাম হইতে নাটোর অভিমুখে মোটরসাইকেল যোগে ৪ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল হেফাজতে রাখিয়া বহন করিতেছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ সেপ্টেম্বর ১৩.৫০ ঘটিকায় জেলার নন্দীগ্রাম থানাধীন কুস্তা গ্রামস্থ মোঃ আজিজুল হক (৪০) এর বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-মুন্সিপাড়া, ২। মোঃ ইমরান হাসান (২৭), পিতা- মৃত আঃ সামাদ, সাং-খলিলগঞ্জ, ৩। মোঃ তাহাজুল ইসলাম (৩২), পিতা-মোঃ হায়দার আলী, সাং-আলমপাড়া, ৪। মোঃ রবিউল ইসলাম (২৯), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- প্রতাপ বৈরাগীপাড়া সকলের থানা-কুড়িগ্রাম সদর, জেলা- কুড়িগ্রাম’দেরকে ১৫ কেজি গাঁজা ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান; গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।