ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
২১ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ০৩৪৫ ঘটিকায় নিজস্ব তথ্যের ভিত্তিতেআজমতপুর বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদমাপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

আটককৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবিতে প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।