মাসুদ রানা স্টাফ রিপোর্টারঃ বগুড়া শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের ধানের চাতলে কাজ করুয়া এক শ্রমিকের দুই বছর তিন মাস ১৫ দিন বয়সের কন্যা শিশুকে ধর্ষণের দায়ে একই গ্রামের ষাট বছরের বৃদ্ধ আব্দুল আজিজ (৬০) পিতা- মৃত মফিজ উদ্দীনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

জানা যায়, ধর্ষণ কারী আব্দুল আজিজ এর বাড়ির পার্শ্বে ১৭/৯/২০২২ তারিখ শনিবার সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় ওই ধান চাতালের কাজে কর্মরত শ্রমিক ও তার স্ত্রী কাজে যাওয়ার সময় তার কন্যা শিশুটিকে সঙ্গে নিয়ে যায়।প্রতিদিনের ন্যায় শিশুটি চাতালে খেলাদোলা করছিলো।

খেলাদোলার এক পর্যায়ে একই তারিখ আনুমানিক ১.৪৫ মিনিটের সময় বর্ণিত আসামী শিশুটিকে ফুসলাইয়া ডেকে নিয়া তার দহ্মিণ দুয়ারী টিনের ছাপড়া শয়ন ঘরের মধ্যে মেঝেতে শুয়াইয়া বাদির মেয়ের পরনে থাকা প্যান্টের অর্ধেক খুলিয়া জোর পূর্বক ধর্ষণ করে।

ওই সময় বাদির মেয়ে কান্না করিয়া চিৎকার করিলে বাদি দ্রুত আসামীর বাড়িতে এগিয়া গিয়ে দেখে যে আসামী ধর্ষণ কারী আব্দুল আজিজ তার পড়নে থাকা লুঙ্গি পরিতেছে। বাদীর মেয়ের পরনের হাফ প্যান্ট অর্ধেক খোলা এবং দুই পায়ের উরুতে লাগিয়া থাকা সাদা সাদা বির্য মুছিয়ে দেয়।তখন বাদি তার কন্যার যৌনাঙ্গের উপরে ও পার্শ্বে লালচে দাগের মত দেখা গেলে বাদির ঘরে থাকা মলম দিয়া মালিশ করিয়া দেয়।ঘটনার বিষয়ে অনেকে জানিয়াছে ও শুনিয়াছে।

এরি প্রেহ্মিতে শেরপুর থানার এস আই রবিউল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ১৮/৯/২০২২ তারিখে ধর্ষণ কারী আব্দুল আজিজ(৬০) পিতা- মৃত মফিজ উদ্দীন সাং শেরুয়া দহপাড়া, কে গ্রেফতার করেন।

এ ব্যপারে জানতে চাইলে, শেরপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ আতাউর রহমান খোন্দকার ঘটনার বিষয়টি শিকার করে বলেন, আসামীকে গ্রেফতার করে মামলা দিয়ে বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে।