মোঃ তাজুল ইসলাম বিশেষ প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে যাতায়াতের রাস্তায় জোরপূর্বক বেড়া দেওয়াই অবরুদ্ধ হয়ে পরেছে তিনটি পরিবার।

আজ ১৭ সেপ্টেম্বর (শনিবার) সরেজমিনে উপজেলার বিশালপুর ইউনিয়নের গোয়াল বিশ্বা গ্রামে দেখা যায় এমন চিত্র। এই ঘটনার বিষয়ে ভুক্তভোগী আবু হাসান বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদি আবু হাসান সহ কয়েক পরিবারের লোকজন বিবাদীদের বাড়ীর পাশের রাস্তা দিয়ে যাতায়াত সহ ভ্যান গাড়ি, কৃষি কাজে ব্যবহিত সকল প্রকার যান্ত্রিক গাড়ি উক্ত রাস্তা দ্বারা বহন করতেন।কিন্তু পারিবারিক কলহের জেরে অভিযোগের বিবাদীগণ বাঁশের বেড়া দ্বারা রাস্তাটি বন্ধ করেছেন, শুধু বিবাদীদের ক্ষেত খামারে যাবার জন্য পায়ে হেঁটে চলাচলের রাস্তা ফাঁকা রেখছে। শুধু তাই না এই ঘটনাকে কেন্দ্র করে বাদি ও বাদির পরিবারের সদস্যদের প্রান নাশের হুমকি প্রদানও করেছেন।

এমন ঘটনায় ভুক্তভোগীরা আতঙ্কে আছেন বলে জানা যায়।

এ বিষয়ে ২ নং বিবাদী মোঃ আব্দুল্লার সাথে জানতে চাইলে তিনি ডেইলি ঢাকা মেইল কে বলেন, আমাদের জায়গায় আমরা বেড়া দিয়েছি, কাগজপত্র ও আইনে তারা রাস্তা পেলে আমারা ছেড়ে দিব।