শেরপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত।

শেরপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত।
এসডি সোহেল রানা, স্টাফ রিপোটার:
সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি’র উদ্যোগে শেরপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে ‘আতিউর রহমান মডেল গার্লস ইনিস্টিউটে’ এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দুই সহস্রাধিক হাজী উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ। এসম আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া শেষে হাজিদের জন্য খাবারের আয়োজন করা হয়। সম্মেলনে হাজীদের কেউ অসুস্থ হলে তাৎক্ষনিক চিকিৎসা সেবা দিতে ৫ জন ডাক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও একটি এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিলো।