জি এম রিয়াজুল আকবরঃ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এম আর হাসান ও ডাঃ শামীমা ইয়াসমিন চিকিৎসক দম্পতি ১৭ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ (০৫-০০২২) গাড়িটি তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় গাড়িতে থাকা ৭ জন যাত্রী আহত এবং ঘটনাস্থলেই ১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

এসময় স্থানীয়রা চিকিৎসক দম্পতিকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,পরে তাহত চিকিৎসক দম্পতির চিকিৎসার অবনতি হলে তাদেরকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আহত চিকিৎসক দম্পতি উন্নত চিকিৎসা গ্রহনের জন্য প্রেরণ করা হয়।

আহত চিকিৎসক দম্পতি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছে তাদের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য, মেডিকেল অফিসার ডাঃ হিরন্ময়, ডাঃ রাকিব হাসান,ডাঃ আশিকুর রহমান, ডাঃ ফাতেমা কাইয়ুম প্রমুখ।