আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজারে একদল সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে খরুলিয়া ঘাটপাড়া এলাকার মোঃ দানু মিয়ার ছেলে সিএনজি চালক আতিক উল্লাহকে একদল সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা তার সিএনজি গাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেয়।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সদরের খরুলিয়া বাজারে এই ঘটনাটি ঘটে।

হামলার শিকার আহত আতিক উল্লাহ জানান,
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় সে তার ছোট ভাইয়ের সিএনজি নিয়ে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজারে পৌছলে পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের মুন্সিরবিল এলাকার মৃত ওয়াজেদ আলীর পুত্র সন্ত্রাসী সিএনজি চালক মোস্তফা কামাল ও তার দুই ছেলে সরওয়ার উদ্দীন, মোঃ মেহেদি এবং একই এলাকার মনির আহমদের পুত্র জাফর আলম তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা তার সিএনজি গাড়িটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালে পঞ্চম তলায় চিকিৎসাধীন আছে ।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে।।