ময়মনসিংহ প্রতিনিধিঃ জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা’র ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের সাংবাদিকদের নিয়ে মিলনমেলা -২০২২ ইং শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনের আল রাজী কমপ্লেক্সের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়।

দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা ‘র প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক মিলন মেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা’র ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ ফরিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা’র চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল ও ক্রাইম চীফ রিপোর্টার শিবলী সাদিক খান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা থেকে আগত ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি প্রমুখ।

উল্লেখ্য যে, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা’র ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী তে নিয়মিত সঠিক সংবাদ পরিবেশন করে বিশেষ অবদান রাখায় সম্পাদক, প্রকাশক ও দৈনিক আজকের বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে সাংবাদিক শামীম তালুকদারসহ আরো অন্যদেরকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা ও স্মারক প্রদান শেষে মধ্যাহ্ন ভোজনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান টি শেষ হয়।