সরকার পতনের আন্দোলনে রাজপথ অবরোধ করতে শাজাহানপুরের নেতা-কর্মীরাই যথেষ্টঃ মেয়র বাদশা

নাজিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, সরকার পতনের আন্দোলনে রাজপথ অবরোধ করতে শাজাহানপুরের নেতা-কর্মীরাই যথেষ্ট। শুক্রবার বিকালে বগুড়ার শাজাহানপুরের চোপীনগর উচ্চ বিদ্যালয় মাঠে শাজাহানপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরও বলেন, বগুড়ার সবগুলো উপজেলার মধ্যে শাজাহানপুর উপজেলা বিএনপির সম্মেলনে নেতা-কর্মীদের সর্বোচ্চ উপস্থিতি জনসমুদ্রে রূপ নিয়েছে। ভোট চোর, খুনি ও ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন করেই বিএনপি নেতা-কর্মিরা ঘরে ফিরবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এড. একেএম সাইফুল ইসলাম, যিগ্ম-আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, মোশারফ হোসেন এমপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সদস্য এম.আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, একেএম তৌহিদুল আলম মামুন, খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান, নুরে আলম সিদ্দিকী রিগ্যান। সম্মেলনের দ্বিতীয় পর্বে শাজাহানপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে এনামুল হক শাহীন কে সভাপতি, আব্দুল হাকিম মন্ডল কে সিনিয়র সহ-সভাপতি, zb আজিজুর রহমান বিদ্যুৎ কে সাধারণ সম্পাদক, হারেজ উদ্দন এবং আবু শাহিন সানি কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনে শাজাহানপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।