জিয়া খুন হয়েছে ৮১ সালে, সাফ ফুটবল শুরু হয় ৮৩ সালে, সাফে নারী ফুটবল অন্তর্ভুক্ত হয় ২০১০ সালে।

এখন মির্জা ফখরুলের কাছে প্রশ্ন হলো, সাফ গেমসে নারী ফুটবল মৃত জিয়া চালু করেছে কিভাবে?

মিথ্যা তথ্য দিতে দিতে, এখন বিএনপি মহাসচিবের মুখে এখন কিছু আটকায় না।
জাতির দুর্ভাগ্য যে, একটি দল দেশের জন্য কাজ না করে সারাদিন মিথ্যাচারের রাজনীতি করে।

তারা বাংলাদেশকে শ্রীলংকার মতো দেউলিয়া দেখতে চায়, বাংলাশের উন্নয়ন বা অগ্রগতি দেখলে তাদের দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপের কথা মনে পরে!