সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভীড়
আপডেটঃ ১ অক্টোবর, ২০২২ | ৪:১২
128 ভিউ
মুক্তির দ্বিতীয় সপ্তাহে বাড়লো সাড়া জাগানো ছবি ‘অপারেশন সুন্দরবন’র হল সংখ্যা। ২৩ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৩৫ সিনেমা হলে মুক্তি পায় র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. প্রযোজিত ছবি ‘অপারেশন সুন্দরবন’।
সুন্দরবনের শ্বাপদ সংকুল এলাকায় র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত পুরো বাণিজ্যিক ধারার ছবি অপারেশন সুন্দরবন মুক্তির প্রথম সপ্তাহে সারাদেশে দর্শকদের প্রশংসার পাশাপাশি সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভীড় দেখা যায়। পাশাপাশি সব শ্রেণির দর্শকদের আকৃষ্ট করে অপারেশন সুন্দরবন।
তাই দর্শকদের চাহিদার কারণে দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা দাঁড়াছে ৪৫টি।
