এস এম আরিফঃ সিরাজগঞ্জের তাড়াশে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে উন্নত জাতের ভেড়া বিতরন করা হয়েছে। তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ২৪/৯/২০২২ শনিবার সকাল দশটায় এই বিতরণ অনুষ্ঠান শুরু করা হয়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগ্জ ৩ আসনের সাংসদ ডঃ মোহাম্মদ আব্দুল আজিজ এম পি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান তাড়াশ উপজেলা পরিষদ, আনোয়ার হোসেন খাঁন ভাইস চেয়ারম্যান তাড়াশ উপজেলা পরিষদ, প্রভাষক মর্জিনা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাড়াশ উপজেলা পরিষদ। আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ  ও জাতীয় চারনেতা পরিষদ তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজ সরকার প্রমূখ।