মোঃ মির্জা আব্দুল্লাহ-আল মামুন মুন্নাঃ সিরাজগঞ্জের তাড়াশে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬সেপ্ট‌ম্বর) বিকাল ৪ টায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন যুবলীগের আয়োজনে মাঝদক্ষিনা খলিলুর রহমান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে ওই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এর সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক তালুকদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, আরও বক্তব্য রাখেন, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক হোসেন আলী রুবেল, জর্জিয়াস মিলন রুবেল, যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন প্রমুখ।