সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার সময় বাধা দেওয়ায় দপ্তরীকে ছুরি দিয়ে আঘাত

শাপলা খন্দকার আশা, নিজস্ব প্রতিবেদক, ডিডিএম: সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার সময় বাধা দেওয়ায় দপ্তরীকে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছে এক বখাটে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের জাহাঙ্গীরগাতী, চক-সরাপপুর, বোয়ালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে।
জানা যায়, ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই স্কুলে আসার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করে ওই বখাটে ছেলে। একই সাথে অবস্থিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ওই ছাত্রীকে দেখে এক বখাটে ছেলে উত্ত্যক্ত করছে। তখন সে বাধা দিতে গেলে প্রকাশ্যে দপ্তরীকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে । বখাটে ব্যক্তি বোয়ালিয়া গ্রামের সেলিম তালুকদারের ছেলে সাফি তালুকদার (২০) এবং আহত ব্যক্তি সুলতান মাহমুদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী।
এ বিষয়ে জাহাঙ্গীরগাতী, চক-সরাপপুর, বোয়ালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ ডেইলি ঢাকা মেইল কে বলেন, প্রায়ই ওই বখাটে ছেলে সাফি তালুকদার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত, আজও একই ঘটনা ঘটিয়েছে। বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সুলতান মাহমুদ উত্ত্যক্ত থেকে বাধা দিতে গেলে বখাটে তখন স্কুলের ভিতরে ঢুকে প্রকাশ্যে ছুরি দিয়ে পেটে আঘাত করে আহত করে। তখন বখাটে সাফি তালুকদারকে স্কুলের শিক্ষক ও ছাত্ররা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত দপ্তরীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি মেইল কে স্কুলের সভাপতি জহুরুল ইসলাম মাস্টার বলেন, ওই বখাটে ছাত্রীকে উত্ত্যক্ত করেছে। তাই আমি এর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বখাটের তদন্ত সাপেক্ষে ওই বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।