সিরাজগঞ্জে নাট্যচক্রের আয়োজনে দুই দিন ব্যাপী ২১ বর্ষপূর্তি উৎসব শুভ উদ্বোধন

নাহিদ হাসান নয়ন, সিরাজগঞ্জঃ মঙ্গল আলোকে উদ্ভাসিত আমাদের কর্মকাণ্ড এই স্লোগান কে সামনে রেখে নাট্যচক্র সিরাজগঞ্জের ২১ বছর পূর্তি উৎসব উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনার পর আলোচনাসভা, সংবর্ধনা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নাট্যচক্র সভাপতি হাসান ফরিদ এর সভাপতিত্বে আলোচনা, সংবর্ধনার, নাটক,ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক আসাদউদ্দিন পবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা ও সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, সংবর্ধিত ব্যাক্তি নাট্য ব্যাক্তিত্ব ও নাট্যকার ও অভিনেতা স. ম আলাউদ্দিন আলা প্রমূখ।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ তিনি তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক চর্চা মাধ্যমে দেশ ও জাতির এগিয়ে যাবে। পড়াশুনার পাশাপাশি সুস্থ বিনোদন সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে হলে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা অবশ্যই করতে হবে। তাহলেই সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত করা সম্ভব।
নাট্যচক্র সিরাজগঞ্জে এ সুন্দর আয়োজন আমি মুগ্ধ হয়েছি। এ সুস্থ নাটক ও সংস্কৃতি চর্চায় আরও বেগমান করবে আগামী দিনে।
আলোচনা শেষে নাট্যচক্রের শিশু-কিশোর দলের পরিচালনায় নাটক একধামা আলো মঞ্চায়ন হয় এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও সংবর্ধিত ব্যক্তি কে ক্রেস্ট প্রদান ও মোমবাতি প্রজ্জ্বলন মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয় । সার্বিক সহযোগিতা করেন সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানের দ্বিতীয় সন্ধ্যা রাতে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উল্লাপাড়া পৌরসভার মেয়র এস,এম নজরুল ইসলাম,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলী সদস্য মমিন বাবু, দেশমাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি সিরাজগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমাজ উদ্দিন শুভ এবং রাত ৮ শুরু হবে নাটকএক ধাম আলু ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে জানা যায়।