সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাজ আজম পেলেন ফ্যান মার্কা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ২নং ওয়ার্ড সাধারন সদস্যপদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম আজম পেলেন “ফ্যান” মার্কা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ, কে শামসুদ্দীন সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. ফারুক আহাম্মদ।
এসময় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান, নির্বাচন কর্মকর্তা মোছাঃ নুরজাহান খাতুন সহ জেলা অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং আগত প্রার্থীগণ।
এই নির্বাচনে ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশিষ্ট সমাজসেবক
রাজনীতিবিদ শিয়ালকোল ইউনিয়নের কৃতিসন্তান মোঃ গোলাম আজম তালুকদার বাবলু তার নির্বাচনী প্রতীক বৈদ্যুতিক পাখা মার্কা ফ্যান পেয়েছেন।
তিনি সকলের নিকট দোয়া চেয়ে তার নির্বাচনী ফ্যান মার্কা নিয়ে ভোট দেবার আহবান জানান।
আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত একক প্রার্থী সাবেক চেয়ারম্যান সাবেক প্রানিসম্পদমন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
জানা যায় যে, সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দি প্রার্থী মধ্যে আগামী ১৭ অক্টোবর-২০২২ তারিখ সোমবার সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত ইলেকট্রনিক মেশিন (EVM) ভোট গ্রহণ হবে।