সুজানগর থানার এ এস আই সাইমুনের বিদায় সংবর্ধনা

পাবনা প্রতিনিধি: বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে, সুজানগর থানার এ এস আই সাইমুন নেছা কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে পাবনার সুজানগর থানার পৌরসভাধীন ভবানীপুর ১ নং বিট পুলিশিং কার্যালয়ে এ এস আই সাইমুন নেছা কে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, সিনিয়র শিক্ষক আলাউদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, স্টার প্লাস কম্পিউটারের প্রোপাইটর রফিকুল ইসলাম তুষার, এস আই রাশেদুল ইসলাম, মনসুর রহমান, দিপু মন্ডল প্রমুখ। এছাড়াও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাইমুন নেছা সুজানগর থানা থেকে রংপুর আর আর এফ পুলিশে যোগদান করবেন। সাইমুন নেছা রাজশাহী জেলার রাজ পাড়া থানায় জন্মগ্রহণ করেন।