মোঃ মুকিম উদ্দিন (সুনামগঞ্জ)সুনামগঞ্জে আদালত প্রাঙ্গনে প্রাণনাশের হুমকি প্রদর্শন করায় ভুক্তভোগী আত্ত্ব রক্ষায় আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আদালতে মামলা দায়ের করেন।

জানাযায়, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জমিসংক্রান্ত মামলার বাদী কবির মিয়া আদালতে হাজিরা দিতে আসায় বিবাদী জিয়াউল কবির গংরা মিলে প্রাণনাশের হুমকি ভয় প্রদর্শন করায় ভুক্তভোগী এ মামলা দায়ের করেন।
যার মামলা নং সি আর –৬১০/২২, ইং (সুনামগঞ্জ সদর)।
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জামালগঞ্জ অভিযোগ আমলে নিয়ে, সরেজমিন তদন্তের জন্য সুনামগঞ্জ সদর অফিসার ইনচার্জ কে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদেয়ার আদেশ প্রধান করেন।
এ বিষয়ে মামলার বাদী কবির মিয়া জানান, জিয়াউল কবির গংরা আমার খরিদা দখলিয় জমি জুর দখল করে নিয়ে যেতে চায়। আমি আইন মান্যকারী নিরিহ মানুষ। আমার লাটির জুর নাই, জিয়াউল কবিররা এলাকায় ধনে – জনে খুব শক্তিশালী মানুষ। তাই আমার জমি জুর করে নিয়ে যেতে চায়। নিরুপায় হয়ে আদালতে আশ্রয় নিয়েছি।আদালতে হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গনে আমাকে প্রাণনাসের হুমকি দিয়ে যায়।

আসামী জিয়াউল কবির গং জানান, আমরা এলাকায় আইন মান্যকারি শান্তিপ্রিয় মানুষ। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।এটা একটা উদ্দেশ্য প্রনোদিত মামলা। আমরা এলাকায় জমিসংক্রান্ত বিষয়ে কোন হস্তক্ষেপ করিনি। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, এ বিষয়ে আদালতে মামলা হওয়ায় আদালত তদন্তের জন্য মামলাটি থানায় প্রেরন করেন।