হরিপুরে ইএসডিও রিভাইভ প্রকল্পের ডিউটি বেয়ারারদের সাথে অংশগ্রহন মূলক পলিসি ডায়ালগ সভা অনুষ্ঠিত

মো:বরকতুল্লাহ হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গনাইজেশন (ইএসডিও)
রিভাইভ প্রকল্পের আয়েজনে ও হেকস ইপার এর আর্থিক
সহয়োগীতায় ১নং গেদুড়া ইউনিয়ন পরিষদের হলরুমে
তরিকুল ইসলাম চেয়ারম্যান এর সভাপতিত্বে ডিউটি
বেয়ারারদের সাথেঅংশগ্রহন মূলক পলিসি ডাইলগ সভা
অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন রিভাইভ প্রকল্পের
উপজেলা অফিসার মামুন মাসুদ করিম,আরো বক্তব্য রাখেন
কৃষি উপসহ কারী রাজিকুল ইসলাম,প্রাণী সম্পদ
অফিসের এলএসপি শরিফুল ইসলাম, স্বাস্থ সহকারী বজলার
রশিদ, শিক্ষক আবু জাহেদ,নারী মনঞ্চ কমিটির সভাপতি
মিনি রানী সহ সাংবাদিক বৃন্দ।