হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রোমান সারোয়ার, ধর্মপাশা-সুনামগঞ্জঃসুনামগঞ্জেরর ধর্মপাশায় হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহতরা ওই ইউনিয়নের নোয়াগাও নতুন হাটি গ্রামের বাসিন্দা মো. মামুন মিয়ার ছেলে আলহাম (৫) ও মো. খোকন মিয়ার মেয়ে নোহা আক্তার (৩)।
স্থানীয় ও পরিবারিক সুত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আলহাম ও নোহা আক্তার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সকলের অজান্তে তারা বাড়ির সামনে হাওরের পানিত ডুবে যায়। পরে তাদেরকে উঠানে না দেখতে পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজির পর দুপুর একটার দিকে বসতবাড়ির খানিকটা দূরে হাওরের পানির মধ্যে তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য লিটন চন্দ্র বর্মন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন