৪৩ বিজিবির উদ্যোগে রামগড়ের দূর্গম এলাকায় দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং ইউপি অধিনস্থ দূর্গম এলাকা বৈদ্যপাড়া নামক স্থানে অসহায়, হতদরিদ্র ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ২৫০ জন মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় ৪৩ বিজিবির উদ্যোগে।
২১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ ঘটিকায় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমানের উপস্থিতিতে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠান শুরু করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ডাঃ আশিকুর রহমান, সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ, নায়েক সুবেদার আব্দুল খালেক, হাবিলদার মোঃ সাইফুল ইসলাম,মেডিকেল সহকারী ল্যান্স নায়েক শাকিল আহমেদ, মিড ওয়াইফ নার্গিস আক্তার সহ বিজিবির সদস্য ও সাংবাদিক বৃন্দ।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাপাশি ৪৩ বিজিবির মানবিক সহযোগিতা, ও বিজিবির অধিনস্থ এলাকায় চিকিৎসা সেবার কার্যক্রম অতিতের ন্যায় অব্যাহত থাকবে।।