৭৬তম জন্মদিন উপলক্ষ্যে বন বিভাগের আয়োজনে ভাওয়াল জাতীয় উদ্যানে বৃক্ষরোপন কর্মসূচি

মোঃ নজরুল ইসলাম,গাজীপুরঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং আওয়ামীলীগ এর সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে বৃক্ষরোপণ করেন গাজীপুর-০৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যানে এ বৃক্ষরোপণের কর্মসূচি আয়োজন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা এনামুল হক, গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা,পশ্চিম বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা, পার্ক বিট কর্মকর্তা হাবিবুর রহমান সহ বন বিভাগের বিভিন্ন বন কর্মকর্তা।
মোঃ নজরুল ইসলাম,গাজীপুর: