বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের জেলা কার্যালয় এর আয়োজনে "টেকসই উন্নয়ন উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকাল ১১ টা'য় পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যে জাতির মধ্যে ধর্মীয় বিশ্বাস আছে সে জাতির দ্বারা কোন অন্যায় বা খারাপ কাজ কখনো হতে পারেনা।;আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাস আছে। সুতরাং এদেশের মানুষ কখনো কারো ক্ষতি করতে পারেনা। বর্তমান সরকার আপনাদের ব্যাপারে খুবই আন্তরিক"।
মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের আদর দিয়ে, স্নেহ দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আপনাদের দেয়া শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেন দেশপ্রেম তৈরী হয়, মানবিকতার বিকাশ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহিমী ইমতিয়াজ, বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সভাপতি নীতিশ কুমার বকসী (মুকুল), এবং পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ চন্দ্র রায় । কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চগড় জেলার সহকারী পরিচালক জগদিশ চন্দ্র রায়।
এছাড়াও কর্মশালায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ৯০ টি শিক্ষা কেন্দ্রের শিক্ষিক-শিক্ষিকা, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক, সনাতন ধর্মীয় প্রতিনিধি এবং অভিভাবক সহ মোট ১৫০ জন অংশগ্রহণ করেন।