মোঃ জাহিদুল আলম রামগড় প্রতিনিধি :খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় চলছে ভূমি মেলা ২০২৫। আজ রবিবার সকাল সাড়ে দশটা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের চত্বরে তিন দিন ব্যাপি এই মেলা শুরু হয়েছে যা আগামি ২৭ মে পর্যন্ত চলবে।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহোযোগিতায় রামগড় উপজেলা প্রশাসন ও রামগড় ভূমি অফিস এই মেলার আয়োজন করে। মেলার স্টলে ভূমি সংক্রান্ত বিভিন্ন তধ্য প্রদান ও ভূমি সংক্রান্ত বিভিন্ন কর্যক্রম চলছে। স্টলের চতুর্দিকে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য লেখা যুক্ত পোষ্টার ও ভূমি কর প্রদানের জন্য উৎসাহ প্রদান মূলক শ্লোগান লেখা যুক্ত বিলবোর্ডে লাগানো হয়েছে।