নিজস্ব প্রতিবেদকঃ- র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় চাঞ্চল্যকর পুলিশের চেকপোস্টে কর্তব্যরত কনস্টেবল হত্যার ক্লুলেস মামলার প্রধান আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ নুর ইসলাম (৩১) গ্রেফতার করেছে।
উল্লেখিত মামলার এজাহারের বর্ণনা মতে, গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক রাত ০৩.৩০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানার বাসাখানপুর এলাকায় এক গরু ব্যাবসায়ীর পিকআপ সহ ০৬ টি গরু ডাকাতি করে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দল। ডাকাতি শেষে গাড়িটি উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় সেতু পশ্চিম থানার বেশ কয়েকটি টহল টিম গাড়িটি আটকের চেষ্টা করে। “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন ঝাঐল ব্রীজের পশ্চিম মাথায় অনুমান ১০০ গজ পশ্চিমে উত্তরগামী মহাসড়কের উপর” বেপরোয়া ভাবে গাড়ি চালাইয়া হত্যার উদ্দেশে রাস্তার বেড়িকেড ভেঙ্গে রাস্তার বাম পার্শ্বে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত কনস্টেবলকে সজোরে ধাক্কা দিয়ে গুরুতর আঘাত করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে উত্তরবঙ্গের দিকে যেতে থাকে। উক্ত কনস্টেবল ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর জখম প্রাপ্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় প্রেরণ করা হয়। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উক্ত কনস্টেবল এর শারিরীক অবস্থা বিবেচনা করে ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি, ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে উক্ত কনস্টেবল গত ২৭/০৪/২০২৫ তারিখ ১৯:৩০ ঘটিকার সময় ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি, ঢাকায় (আইসিইউ'তে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় গত (২৬ মে) সোমবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন দেওভোগ বাংলাবাজার এলাকা হতে প্রধান আসামি মোঃ নুর ইসলাম (৩১), পিতা- মোফাজ্জল হোসেন, সাং- ধাপ-সুখানগাড়ী ,থানা- দুপচাঁয়িয়া, জেলা- বগুড়া কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মঙ্গলবার (২৭ মে) র্যাব-১২, সিরাজগঞ্জের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সকল তথ্য নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুু পশ্চিম থানা থানায় হস্তান্তর করা হয়েছে।