আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে এই খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ শাহীন, পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক শাহ্ কামরুজ্জামান কামু, ১ নং ওয়ার্ড বিএনপি নেতা জহুরুল ইসলাম, ইদুজ্জামান ইদ্রিস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান শাওন, জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আল ইমরান, পৌর শ্রমিক দল নেতা ইয়াসিন সাহাজী, মহিলা দল নেত্রী মৌমি কুইন সাথী, যুবদলের আজিজুর, হাসিবুল হাসান শান্ত, বেল্লাল, ছাত্রদলের সমীর দাশ, আলামিন, মুকুল, পৌর শ্রমিক দলের হানিফ, শ্রমিক দল নেতা নবজান প্রমুখ।