
মোঃ মাসুদ রানা, ফরিদপুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযোগ অনুযায়ী, থানায় একটি অভিযোগ দায়ের করে ফেরার পথে বৈশাখী ইসলাম হামলার শিকার হন। এই ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনিক কারণে ওসি সফর আলীকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার পুলিশ সুপার এ নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহ্ মো. আরাফাত অভিযোগ করেন, ঘটনাস্থলে হামলার খবর পেয়ে দ্রুত উপস্থিত হলেও প্রশাসন কোনো সহায়তা করেনি। তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতারা নিরাপত্তা পান কিন্তু জেলা পর্যায়ের নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখ্য, সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।