
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়- সিরাজগঞ্জের রায়গঞ্জে বস্তায় আদা চাষ পদ্ধতির মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
হর্টিকালচার সেন্টার, খোকশাবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে,রবিবার (১'জুন-২০২৫ খ্রিঃ) দুপুর সাড়ে১২টার দিকে, রায়গঞ্জ উপজেলার রৌহাতে কৃষক মোঃ মাসুদ রানা এঁর মাঠেতে উক্ত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার এসময়ে তিনি আলোচনায় বলেন, আদা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ উচ্চমূল্যের মসলা ফসল। আমাদের দেশে যে পরিমাণ আদা উৎপাদন করা হয় তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে বিদেশ থেকে আমদানী করতে হয়। একমাত্র বস্তায় আদা চাষের মাধ্যমেই আমরা আমাদের পারিবারিক চাহিদা মিটাতে পারি। বস্তায় আদা চাষের গুরুত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, এ পদ্ধতিতে আবাদি জমির প্রয়োজন হয় না। যে কোন পরিত্যাক্ত জায়গা, বসতবাড়ির চারদিকে ফাঁকা জায়গা, ছায়াযুক্ত স্থান, বাড়ির ছাদ কিংবা বারান্দায় সহজেই চাষ করা যায়। একই জায়গায় বার বার চাষ করা যায়। এ পদ্ধতিতে উৎপাদন খরচ অনেক কম। এ পদ্ধতিতে আদা চাষ করলে সাধারণত কন্দপঁচা রোগ হয় না, যদি কখনো রোগ দেখা যায় তখন গাছসহ বস্তা সরিয়ে ফেললে রোগ ছড়িয়ে পড়ার সম্ভবনা থাকে না।
উক্ত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানে কারিগরী আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী, হর্টিকালচার সেন্টার, খোকশাবাড়ি, সিরাজগঞ্জের সিনিয়র উদ্যানতত্ববিদ, কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামছুল ইসলাম সহ অন্যান্যরা।
এ সময়ে অনুষ্ঠানে আরও অন্যান্য অতিথি, সুধীজন, এসএএও, ১৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।