উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে আনসার-ভিডিপি দলনেতা দলনেত্রী ও কমান্ডারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপহারসামগ্রী গ্রহণ করেন বাহিনীর ভাতাভোগী ৬০জন সদস্য।
উপহারের প্যাকেটে ছিল—১ কেজি পোলাও চাল, ২ প্যাকেট সাধারণ সেমাই, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ৩০০ গ্রাম নুডুলস, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল এবং বাহিনীর লোগো সংবলিত একটি শপিং ব্যাগ।
এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রফিক আহমেদ, উলিপুর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মো: ফজলুল কবির, কোম্পানি সহকারী কমান্ডার আহসানসহ , বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা-দলনেত্রীবৃন্দ।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ বলেন, “মহাপরিচালক স্যারের এমন উদ্যোগে আমরা কৃতজ্ঞ। এটি আমাদের সদস্যদের মনোবল ও কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি।”
উপহার পেয়ে উপস্থিত সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।