মো ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামের রাজমিস্ত্রির কাজ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী এতিম ইমন ও রিপনের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
রোববার (১ জুন) দুপুরে উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মো সাইদুর রহমান বাচ্চু।
এ সময় তিনি বলেন, আমাদের চোখে পড়েছে এতিম ইমন ও রিপন রাজমিস্ত্রির কাজ করে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সুযোগ পেয়েছেন। বিষয়টি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে আসে।
জনাব তারেক রহমান আমাদের বলেছেন, এ রকম পরিবারের পাশে বিএনপির থাকা উচিত। আমি জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আজকে এখানে এসেছি।
জনাব সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি যে, পড়াশোনা করেছে এটা কঠিন একটা চ্যালেঞ্জ। ওদের বই রাখার জায়গা নেই, বাড়িতে থাকার জায়গা পর্যন্ত নেই। এই অবস্থায় থেকে এমন সাফল্য সত্যি অবাক করার মতো।
এ ধরনের পরিবার যারা পড়াশোনায় আগ্রহী অর্থের অভাবে এদের পড়াশোনা যাতে থেমে না যায়, সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আল-আমিন খান, সাধারণ সম্পাদক জনাব মুরাদুজ্জামান মুরাদ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেন প্রমুখ।