
ইটনা কিশোরগন্জ প্রতিনিধি
মোঃ মাহফুজুর রহমান ফরহাদ রিপোর্টে বিস্তারিত।
ইটনা, কিশোরগঞ্জ — ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য আর ত্যাগের মহান আদর্শকে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড় হাটির ঐতিহাসিক দেওয়ান বাড়ির মাঠ প্রাঙ্গণে ঈদুল আযহার নামাজ যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল আযহার এই নামাজে ইমামতি করেন খ্যাতিমান ইসলামি চিন্তাবিদ ক্বারী মাওলানা আজিজুল হক মীর সাহেব। নামাজপূর্ব খুতবায় তিনি কুরবানির তাৎপর্য, ইতিহাস ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে গভীর আলোচনা উপস্থাপন করেন। কুরবানির প্রকৃত রুহ ও তা আমাদের জীবনে কীভাবে বাস্তবায়িত হতে পারে—তা হৃদয়স্পর্শীভাবে তুলে ধরেন তিনি।
নামাজপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন আরেক বরেণ্য আলেম মাওলানা আবুল খায়ের নুরুল্লাহ। তিনি ঈমান, তাকওয়া ও সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। তাঁদের আলোচনায় মুসল্লিরা মুগ্ধ হয়ে ঈমানি অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হন।
দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে আদায় করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়, যা শুনে অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে পড়েন। খুতবার পর বিশেষ মোনাজাতে পিতা-মাতা, কবরবাসী, দেশবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।
ঈদের এই মহিমান্বিত জামাতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমান ঐতিহাসিক দেওয়ান বাড়ির মাঠে সমবেত হন। পুরো মাঠজুড়ে ছিল শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ।
স্থানীয়দের মতে, প্রতি বছরের মতো এবারও ঈদের জামাত অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে। অনেকে জানান, এই ঈদ তাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।