
সৈয়দ আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি।।
হবিগঞ্জে সাতছড়ি ও রেমা-কালেঙ্গা নামে দুটি মূল্যবান প্রাকৃতিক বন রয়েছে। যা প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। সাতছড়িতে জাতীয় উদ্যান রয়েছে। দেশের বিভিন্ন স্হান থেকে পর্যটকরা সাতছড়ি বনাঞ্চলে বেড়াতে আসে।সাতছড়ি বনের মধ্য দিয়ে সাতটি ছড়া প্রবাহিত হচ্ছে। এ জন্য এর নাম দেয়া হয়েছে সাতছড়ি। সাতছড়ি ফরেস্ট অফিসের পাশ দিয়েই বয়ে গেছে একটি ছড়া। ছড়ার ওপাশে টিলার উপরে রয়েছে সাতছড়ি টিপুড়াপল্লী। ত্রিপুরা পল্লীতে সিলেট অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস। ছড়ার উপরে অবস্থিত একটি ব্রিজ দিয়ে টিপুড়াপল্লীতে যাতায়াত করেন অধিবাসীরা। সম্প্রতি পাহাড়ি ঢলে পাহাড় ধ্বসে ব্রীজের একাংশ বিলীন হয়ে গেছে! ব্রিজটির একাংশ ধ্বসে পড়ায় ত্রিপুরা পল্লীর বাসিন্দারা যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।ব্রিজটির ধবসে যাওয়া অংশ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।