
সৈয়দ আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি:- চট্টগ্রাম থেকে সিলেট গামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সাথে সারাদেশেরর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন কতৃপক্ষ সুত্র জনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট গামী পাহাড়িকা এক্সপ্রেসটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে প্রবেশের আগে দুপুর ১ টার দিকে পৌঁছলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে ট্রেনটি আটকা পড়ে।
ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আখাউড়া জংশন স্টেশন থেকে ইঞ্জিন এনে ট্রেনটি সরানো চেষ্টা করা হচ্ছে। এদিকে ট্রেনে শতশত যাত্রী প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে চরম দুর্ভোগের শিকার হন। আড়াই ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।