আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ঘোড়াদৌড় উদযাপন কমিটির আয়োজনে। দুইদিন ব্যাপী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ জুন) বিকেলে সাইফুল্লাহ ইবনে সাঈদ সজলের সভাপতিত্বে রায়গঞ্জ পৌরসভার মহেশপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ঘোড়াদৌড় প্রতিযোগিতা খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন -আগামী জাতীয় সংসদ নির্বাচনে রায়গঞ্জ-সলঙ্গা- তাড়াশ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভিপি আয়নুল হক,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন,রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রমুখ।
এসময়ে দৌড় প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক বিভিন্ন পেশাজীবি মানুষের উপস্থিত ছিলেন।