বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
এঘটনায় চালকসহ ৩জন আহত হয়েছে ।
বৃহস্পতিবার (১৯শে জুন) দুপুর ২ টায় বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় ,বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বদলগাছী অভিমুখী যাত্রীবাহী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী তুষ বোঝাই একটি ভুটভটি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হোন ।
এ ঘটনায় সিএনজির এক যাত্রী-চালক ও ভুটভুটির চালক সহ তিন জন আহত হয়েছেন।
নিহতদের মধ্য একজনের পরিচয় সনাক্ত হয়েছে তিনি বদলগাছী উপজেলার সদর ইউপির হাপুনিয়া দীঘির পাড় এলাকার শ্রী ছুঞ্চা পাহানের ছেলে কার্তিক পাহান(৪৫)-নিহত অপরজনের পরিচয় এখনো সনাক্ত হয়নি ।
আহতরা হলেন ,সিএনজি চালক উপজেলার গোড়শাহী গ্রামের বিপ্লব হোসেন রঞ্জু, সিএনজির যাত্রী মথুরাপুর ইউপির নহেলা জাবারিপুর এলাকার আনিসুর রহমান, ভুটভুটি চালক
আক্কেলপুর এলকার এমরান আলী রানা ।
বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুপুর ২ টার দিকে বদলগাছী অভিমুখী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।