ফারুকুর রহমান বিনজু পটিয়া প্রতিনিধি-পটিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার প্রাণ কেন্দ্র ইন্দ্রপোল বাইপাস চত্বর চাঁনখালী খালের ব্রীজের নীচ থেকে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৭) নামের এক মাইক্রো চালকের লাশ উদ্ধার করেন পটিয়া থানার পুলিশ।
সেই পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আল্লাই কাগজীপাড়া গ্রামের মৃত ইলিয়াছ উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ১৮ই জুন (বুধবার) ৫টায় ঘটনা স্হল হতে লাশটি উদ্ধার করে। নিহতের মা জানান গত মঙ্গলবার দুপুরে ভাত খেয়ে ছেলে ঘর থেকে বের হয়।
রাত আর ঘরে ফেরেনি,মনে করেছি ভাড়া নিয়ে কোথাও গেছে সকালে ফিরবে।মুবাইল সংযোগ ও বন্ধ।সকালে যখন ঘরে ফিরে নাই তখন সবাই খোঁজাখুজি করতে থাকে।কোথাও না পেয়ে ছোট ছেলেকে নিয়ে বিকাল ৪টায় ব্রীজের উপর দিয়ে থানায় যাচ্ছি জিডি করতে। এমন সময় শুনতে পায় ব্রীজের নীচে লাশ,গিয়ে দেখি আমার ছেলে। রাতে সিএনজিকরে বাড়ী ফিরতে দেখছে বলে অনেক জানান।জসিম ভাড়ায় মাইক্রো চালায়।২বছর আগে তার পিতা ইলিয়াস মারা যায়। তার ১ছেলে ১মেয়ে।
ছেলে ২য় শ্রেণীতে পড়ে, মেয়ে এখনও শিশু।স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, এটি দুর্ঘটনা নাকি হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে। লাশটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতে মর্গে প্রেরন করা হবে। তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা নাকি দুঘর্টনা জানা যাবে। মামলার দায়ের প্রস্তুতি চলছে।