মোঃ মনোয়ার হোসেন, রাজশাহীঃ- রাজশাহীর ছোট বোনগ্রাম এলাকায় গত (১৯ জুন) বৃহস্পতিবার চন্দ্রিমা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
তিনি বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে এবং গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ সরকারের সময় দলের নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, অনেকেই এখনো নিখোঁজ। তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকার ৫ আগস্ট ক্ষমতা হারিয়েছে এবং বর্তমানে বিএনপি ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।
আব্দুস সালাম জানান, তারেক রহমানই দলের মনোনয়ন দেবেন এবং দলের ভেতরের অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি ও কর্মীরা। সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।