শাকিব হোসেন-উপজেলা প্রতিনিধিঃ
মাটিরাঙ্গা, খাগড়াছড়ি,
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সারাদেশ ব্যাপী পক্ষকালব্যাপী (৫-১৯ জুন) বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পরিবেবশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী, সারাদেশে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের উপর জোর দিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। মাটিরাঙ্গায় এই উদ্যোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। কর্মসূচির লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে সবুজয়ান পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যিনি ১৯৯১ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত, সমাজ সংস্কার ও মানবতার সেবায় নানা সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে। এই বৃক্ষরোপণ কর্মসূচি তাদের পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমের একটি অংশ।